ইসিতে চিঠি পাঠানোর বিষয়ে জানেন না রওশন এরশাদ

0
170

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর আজ শনিবার সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। যেখানে বলা হয়, জাপা বিগত ৩ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’।

তবে এই চিঠির বিষয়ে কিছুই জানেন না রওশন এরশাদ। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে রওশন এরশাদকে ফোন দেওয়া হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি কোনো চিঠি পাঠাইনি। আমি চিঠির বিষয়ে কিছু জানি না।

জাতীয় পার্টি থেকে আপনার অনুসারী ও জি এম কাদেরের অনুসারীরা আলাদা নির্বাচনে অংশ নেবে কী না এমন প্রশ্নে তিনি বলেন, আলাদা অংশ নেব কেন? ওরা নির্বাচনে অংশ নেবে না বলছে?

আপনি কী নির্বাচনে জি এম কাদেরের সাথে আছেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জি এম কাদেরের সাথেই তো আছি।