শনিবার র‍্যাবের হাতে গ্রেপ্তার আট, সর্বমোট ৪৯৭

0
157

২৮ অক্টোবর সহিংসতা ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৮ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর কক্সবাজারে থেকে প্রায় ১৫ মামলার আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুম, নারায়ণগঞ্জ জেলার জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া এবং রাজধানীর কদমতলী এলাকা থেকে ঢাকা ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী পাশা সবুজসহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।