তফসিল ঘোষণা হওয়ায় কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের আনন্দ মিছিল

0
132

কুষ্টিয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা যুবলীগের যৌথ উদ্যোগে শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল হক।

পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান বিকাশ, সাবেক যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি, শহর আওয়ামী লীগের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী, শহর যুবলীগের সাবেক নেতা মোহাম্মদ আলী নিশান, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার। আগামী ৭জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন গুলো।

মিছিল শেষে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কুষ্টিয়া হবে রোল মডেল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুষ্টিয়াতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প অন্য কোন নেতা নেই। দলমত নির্বিশেষে সকলকে হানিফ এমপির পতাকাতলে আসার আহব্বান জানান তিনি।

এদিকে সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা বলেন, যুবলীগ সব সময় আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ রাজপথে আছে আগামীতেও রাজপথে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে চাইলে রাজপথে জবাব দেওয়ার জন্য সদর উপজেলা যুবলীগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।