গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে

0
224

আগ্রাসনের ৪০তম দিনেও গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা। হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ৭০০ জনেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে বুধবার (১৫ নভেম্বর) রাতভর অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের সেনারা। এ সময় হাসপাতালের অনেককে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করে নেতানিয়াহু বাহিনী।

এদিকে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে তেল আবিব।

অন্যদিকে গাজায় সহায়তা পৌঁছাতে বর্ধিত মানবিক বিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে জিম্মিদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।

কাতারের মধ্যস্থতায় ৫০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে গাজায় তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এর আগে বুধবার প্রথমবারের মত গাজায় জ্বালানি ট্রাক প্রবেশ করেছে।

এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীদের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় ২২ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৫১ জন সাংবাদিকও নিহত হয়েছেন।