দেলদুয়ারে ১০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে ৯ টি সড়ক ; প্রকল্প অনুমোদন

0
189

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি:’ গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ টাংগাইল জেলার আওতায় দেলদুয়ার উপজেলার ৯ টি সড়ক প্রায় ১০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর।

উল্লেখ্য, দেলদুয়ার উপজেলার লাউহাটি ফতেপুর বাজার -দরিয়াপুর সড়ক ১ কোটি ৫৬ লাখ টাকা ; আবাদপুর মধ্যপাড়া সড়ক ২৭ লাখ ৭০ হাজার টাকা; আটিয়া কলেজ- গজিয়া বাড়ি সড়ক ১ কোটি ৪ লাখ টাকা ; পুটিয়াজানি বাজার সড়ক ৮৩ লাখ ৭৯ হাজার ; মঙ্গলহর চিনাখোলা সড়ক ৪৪ লাখ ১৬ হাজার; কুমুরিয়া বরুহা হাট- ভুরভুরিয়া হাট ১ কোটি ৭ লাখ; পটুয়াজানি হাট নুরুন্দা সড়ক ৫৪ লাখ ; এলাসিন কলেজ- নাল্লাপাড়া সড়ক ১ কোটি ২৯ লাখ;দেলদুয়ার উপজেলা হেড কোয়ার্টার – নাটিয়াপাড়া সড়ক ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।

এ বিষয়ে টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেলদুয়ার উপজেলার ৯ টি সড়ক পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।