হিলি দিয়ে আজ শুরু হতে পারে ভারত থেকে আলু আমদানি

0
84

হিলি প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। রকি ট্রেডার্স নামের এক আমাদানিকারক সহ বেশ কয়েকজন আমদানিকারক ভারত থেকে এসব আলু আমদানি করবেন বলে জানা গেছে।

প্রতি কেজি আলুর আমদানি মূল্য ১শ থেকে ১২৫ মার্কিন ডলার দেখানো হয়েছে। আমাদানি করা এসব আলু দেশের বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে বলে আশা করছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর উদ্ভিদসংগনিরোদ কতৃপক্ষ জানিয়েছেন, হিলি স্থলবন্দরের ২২ জন আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫ হাজার ২শ মেট্রিকটন আলু আমদানির অনুমতি পত্র বা আইপি দেয়া হয়েছে।

ভারতীয় এসব আলু আমদানি শুরু হলে দেশের বাজারে দাম অনেকটা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।