শ্রীনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন

0
83

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরের দিকে ইউএনও সভাকক্ষে জাতীয় ইঁদুর নিধন কর্মসূচির আনিুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমানের স ালনায় উদ্বোধনী আনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল, মোহসিনা জাহান তোরণ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাইনউদ্দিন, এসএম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ সুরাইয়া আশরাফী, উপজেলা সমবায় অফিসার আনিছা খাতুন, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।