সময়সীমা শেষ, পাকিস্তান সীমান্তে আফগানদের ভীড়

0
98

সময়সীমা শেষ, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠতে তৎপর পাকিস্তান। তাই শেষদিনে সীমান্তে দেখা যায় আফগানদের ভিড়। ৩১ অক্টোবর পাকিস্তান ছাড়ার শেষদিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ২০ হাজারেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়েছেন বলে খবর পাকিস্তান সংবাদমাধ্যমের।

পাক-আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশের বিভিন্ন চেকপোস্টে দেখা গিয়েছে আফগানিস্তানের মানুষ ও যানবাহনের দীর্ঘ সারি।

পাকিস্তান সরকার জানিয়েছিল তাদের দেশে ৪০ লাখের বেশি অভিবাসিরা আছেন। এর মধ্যে বড় একটি অংশ আফগান নাগরিক, যারা ৮০’র দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর থেকে পাকিস্তানে এসেছিলেন।

এরপর ২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর থেকে আরও ৬ থেকে ৮ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের চামান ক্রসিং দিয়ে চলতি মাসে প্রায় এক লাখ আফগান অভিবাসী স্বেচ্ছায় দেশে ফির গেছেন।