শালিখায় উন্নত যোগাযোগ ব্যবস্থায় বদলে গেছে উপজেলার চিত্র

0
103

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখায় উন্নত যোগাযোগ ব্যবস্থায় বদলে গেছে উপজেলার সামগ্রীক চিত্র।ফবর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দেড় দশকে মাগুরার শালিখা উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থায় শহরের যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সময়ে ২৮৫কিলোমিটারেরও বেশি সড়ক কাঁচা থেকে পাকা এবং বিদ্যমান পাকা সড়ক সংস্কার করেছে।নির্মাণ করা হয়েছে ০৯টি বৃহৎ সেতু এবং ১৬৯টি কালভার্ট।শালিখা উপজেলা এলজিইডির দেওয়া এক তথ্য থেকে জানা যায়, বিগত ১৫ বছরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ সাতটি, গ্রোথ সেন্টার চারটি, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো ৯৪টি,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন একটি, হাট বাজার উন্নয়ন ১৩ টি,সুইজ গেট /রাবার ড্যাম / রেগুলেটর ০২টি, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা ৭৫০ হেক্টর সহ সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি মসজিদ, মন্দির, শ্মশান ঈদগাহ ও কবরস্থানে উন্নয়ন সাধিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি শালিকা উপজেলা প্রকৌশলী জনাব শোয়েব মোঃ জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নে এবং মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডঃ শ্রী বিরেন শিকদার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতায় শালিকা উপজেলার গ্রামীণ অবকাঠামোর এই অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে।

বর্তমানে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় শালিকা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণসহ নতুন সড়ক নির্মাণ বা সংস্কার কাজে প্রায় শতকোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

তথ্য থেকে আরো জানা যায় বিগত ১৫ বছর এর নতুন সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ও কাজে প্রায় ৩৯৯ কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আলতা প্রায় ছয় কোটি টাকার উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে।উপজেলা এলজিইডির দেওয়া ঐ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০০৯ সাল পর্যন্ত সালের পূর্বে পল্লী অবকাঠামো উন্নয়ন খাতে যতটুকু উন্নয়ন সাধিত হয়েছিল ২০০৯ সাল থেকে সাল পর্যন্ত অর্থাৎ গত ১৫ বছরে তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে,পাশাপাশি উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিগত কয়েক দশকের চেয়ে অনেক বেশি উন্নয়ন সাধিত হয়েছে সারা দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে তালিকা উপজেলা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে যা বদলে দিয়েছে এখানকার গ্রামীণ অর্থনীতি।