অনবদ্য সেঞ্চুরি করলেন ওয়ার্নার ও মার্শ

0
97

রান খরায় থাকা অজি টপ অর্ডারের সকল দুঃশ্চিন্তা নিরসন করলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান।

৩১তম ওভারে ৮৫ বল খেলে বিশ্বকাপে নিজের ৫ম সেঞ্চুরি পূর্ণ করলেন ওয়ার্নার। আর পাকিস্তানের বিপক্ষে টানা চতুর্থ সেঞ্চুরি ওয়ার্নারের।

পরের বলে নিজেকে জন্মদিনের উপহার দিলেন মিচেল মার্শ। তবে সেটা লিটন দাসের মতো ডাক মেরে নয়। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করে। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

এই সেঞ্চুরির সুবাদে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করা অজি অধিনায়ক রিকি পন্টিংকে ছুঁলেন ওয়ার্নার। দুজনেরই ৫টি করে সেঞ্চুরি। ৭টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন রোহিত শর্মা।

উদ্বোধনী জুটিতেও বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন দুজন।