শ্রীনগরে সোনার তরী বাসের পিছনে শ্যামলী পরিবহণের ধাক্কা, আহত ৫

0
129

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডে সোনার তরী যাত্রী বাহী বাসের পিছনে শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় ৫ জন যাত্রী আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মিরপুরের রিপন (৪৩), হুমায়ুন (৩০), মহাখালীর নিজামুল হায়দার (৫০), বেনাপোলের জানু (৫৫) ও জাহানারা বেগম (৫০)। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহদেরকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের বেজগাঁও বাসস্ট্যান্ডে সোনার তরীকে (ঢাকা মেট্রো ব-১৩০৯৩০) পিছন থেকে শ্যামলী পরিবহণের যাত্রী বাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৩২০১৪) সজোরে ধাক্কা দেয়। এতে ৫ জন যাত্রী আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কা ন কুমার সিংহ জানান, বাস দুটি আমার হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।