হিজলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
72

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩। এবারের প্রতিপাদ্য ছিলো ” অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।”

হিজলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে ১৩ অক্টোবর শুক্রবার সকাল দশটায়, দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিএল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভায় দিবসটির তাৎপর্য তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবিদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম, বিএল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম, গণমাধ্যমকর্মী, হিজলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বঙ্কিম চন্দ্র, উক্ত বিদ্যালয় ও বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মেয়ে শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে হিজলা ফায়ার সার্ভিসের সদস্যগণ আগুন লাগা থেকে নিজেরদের রক্ষা এবং ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করেছেন।