নেত্রকোণার কলমাকান্দায় উন্নয়ন সমাবেশ ও সংসদ সদস্যকে গণসংবর্ধনা

0
272
Exif_JPEG_420

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় উন্নয়ন সমাবেশ ও জেলা আওয়ামী লীগের এক নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মাজুমদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে অডিটরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মানু মাজুমদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি স্ত্রী ক্যামেলিয়া মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, গৌরাঙ্গ চন্দ্র দাস, নাজিম উদ্দিন, এডভোকেট আব্দুল মজিদ, শামীম আহমেদ, সাইদুর রহমান, ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সোহেল রানা, নাজমুল ইসলাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব সুজন সাহা, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক অমিত সরকার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সবিরঞ্জন সাহা, উপজেলা জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি রুকন উদ্দিন বাবু।