দেশের গর্ব নাসা বিজ্ঞানী ড,মশিউর রহমান

0
129

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃনাসা বিজ্ঞানী ড,মশিউর রহমান বহু বছর ধরে আমেরিকায় ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে কাজ করে আসছেন।ওয়ারলেস প্রযুক্তির উপর তার রয়েছে বিভিন্ন গবেষণা ও আবিস্কার।ইতিমধ্যে ১০০ টির ও বেশী পেটেন্ট তৈরি করেছেন তিনি।

জানামতে,বিশ্বে বঙ্গালী বিজ্ঞানীদের মধ্যে উনিই প্রথম, যার ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তিতে আমেরিকায় পেটেন্ট এর সংখ্যা ১০০।

ড,মশিউর রহমান ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইসএসসি পাশ করার পরে ১৯৭৫ সালে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য ইউএস এসআর এবং ১৯৮২ সালে আমেরিকায় যান।তিনি ইউএস এসআর থেকে রাডার সিস্টেম এর উপর প্রথম মাস্টার্স এবং আমেরিকা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইন্জিনিয়ারিং এ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।পরবর্তীতে তিনি ওয়ারলেস টেকনোলজিতে আমেরিকা থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করেন।বিদেশের মাটিতে পড়াশোনা ও গবেষণায় মগ্ন থেকে ও ব্যাপক সফল এই বিজ্ঞানী তার জন্মভূমির কথা ভোলেননি।শিক্ষার প্রতি অনুরাগের প্রতিক এই বিজ্ঞানী তার জন্মস্থান যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রতিষ্ঠা করেন ড, মশিউর রহমান মহিলা কলেজ।শত কাজের ব্যাস্ততার মাঝেও নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটির তিনি দেখভাল ও করছেন।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ সহ গোটা বাঙ্গালী জাতী ড,মশিউর রহমানের সফল্যে গর্বিত।