কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট, মদ এবং গাঁজাসহ গ্রেফতার ৮

0
110

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ চয়ন ব্যাপারী(২০), পিতা-মোঃ গোলাম মোস্তফা ব্যাপারী, সাং-রুপসা বেড়ীবাধ, থানা-খুলনা; ২) আনোয়ার শেখ(৬২), পিতা-মৃত: হাকিম শেখ, সাং-পশ্চিম শুকতাইল, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড, থানা-খুলনা; ৩) মোঃ শহিদুল ইসলাম খোকন(৩২), পিতা-মৃত: সুলতান আহমেদ, সাং-হোগলাডাঙ্গা, থানা-হরিণটানা; ৪) মোঃ সাগর হোসেন৥জয়(২৫), পিতা-মৃত: বাহার উদ্দিন, সাং-মশান, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-পিপলস্ স্বর্ণপট্টি, থানা-খালিশপুর; ৫) মোঃ শামীম হাসান(৩০), পিতা-ফারুক হোসেন, সাং-মহেশ্বরপাশা বনিকপাড়া মিন্টুর মোড়, থানা-দৌলতপুর; ৬) মোঃ জয় কাজী ওরফে জুবায়ের(২৩), পিতা-মোঃ ইসহাক কাজী, সাং-রতনদিয়া, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, এ/পি সাং-খালিশপুর হাউজিং, থানা-খালিশপুর; ৭) মোঃ জহুরুল ইসলাম(২২), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-তারকাটা পুকুর, থানা-খালিশপুর এবং ৮) মোঃ ইমরান হোসেন(৩২), পিতা-মৃত: শওকত শেখ, সাং-রায়েরমহল, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ লিটার মদ এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৬ অক্টোবর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।