শ্রীনগরে ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

0
177

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “ইলিশ মাছ রক্ষা করি দেশের সম্পদ বৃদ্ধি করি, শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে ইলিশ জাতীয় মাছ ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনও’র সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, শ্রীনগর থানার এসআই মো. নজরুল ইসলাম, র‌্যাব সদস্য (র‌্যাব-১০, সিপিসি-২, ভাগ্যকুল ক্যাম্প) এসআই সিদুল দাস প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবী সমিতি ও জেলে সদস্য বৃন্দ।

জানা গেছে, আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ ধরায় সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময় নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ অব্যাহত থাকবে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।