উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে,এমপি সালমাকে

0
94

করোনাভাইরাসে আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজবাড়ী থেকে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম এ কথা জানিয়েছেন।

এর আগে সকালে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরী রুমাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তার আগে করোনা উপসর্গ দেখা দিলে গত ২৮ জুলাই এমপির নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। রবিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, এমপি রুমাকে রাজবাড়ী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় পাঠানো হয়।