কখনো বলিনি ৫ ম্যাচ খেলবো, জানালেন তামিম ইকবাল

0
141

বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলার জন্যই প্রস্তুত ছিলেন দাবি করে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, ৫টির বেশি ম্যাচ খেলতে না চাওয়ার যে তথ্য গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণ ভুল। এছাড়া তার পিঠে ব্যথা থাকলেও এ মুহূর্তে তিনি ইঞ্জুরিতে নেই বলেও দাবি করেছেন তামিম।

সামজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম এই দাবি করেছেন। আজ বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই ভিডিও প্রকাশ করেছেন।

৫ ম্যাচ খেলার শর্ত দেননি দাবি করে তামিম বলেছেন, ‘আমি কখনো, কোনো মুহূর্তে, কাউকে বলিনি ৫টি ম্যাচের বেশি খেলতে পারব না। এটা কখনোই হয়নি। কাল নান্নু ভাইও এই কথা ক্লিয়ার করেছে। এই মিথ্যা, ভুল কথা কীভাবে মিডিয়ায় এসেছে বা কারা এনেছে আমি জানি না। এটা পুরোপুরি মিথ্যা। আমি নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এভাবেই থাকবে। দল বেছে নেওয়ার সময় এটা মাথায় রেখেই বেছে নেবেন। আমি আরেকটা কন্ট্রোভার্সি চাইনি। তাই ফুল অনেস্টি নিয়ে নির্বাচকদের বলেছি। আমি বিশ্বকাপে যাওয়ার পেছনে ইঞ্জুরির বড় অবদান ছিল না। ব্যথা থাকতে পারে, আমি এখনও ইঞ্জুরড হইনি।’