সাইকেল চালিয়ে ভারতের থেকে আশা ৫২ সদস্য বিশিষ্ট ভ্রমন দলকে ঈশ্বরদীতে সংবর্ধনা

0
145

সিনিয়র রিপোর্টার, পাবনা: ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমনে আসা প্রতিবেশী ৫২ সদস্য বিশিষ্ট দলকে ঈশ্বরদীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভের পাদদেশে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইসহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ইমরুল কায়েস দারা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব বিশ্বাস, গণমাধ্যম কর্মীসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এর আগে ভারতের রোটারী ক্লাব অব বেলুড’র কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর সোনার বাংলা ভ্রমনে আসা সদস্যদের অভ্যন্থনা জানিয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদে তাদের যাত্রা বিরতি এবং মধ্যান্য ভোজের ব্যাবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাজশাহী বিভাগের স্থলবন্দর শিবগঞ্জ উপজেলার স্থলবন্দর সোনামসজিদ দিয়ে প্রবেশ করে। এর পর চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, বানেশ্বর, চারঘাট হয়ে ঈশ্বরদীতে প্রবেশ করে। বাংলাদেশে সকল ঐতিহ্যবাহী স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন গুলো ঘুরে দেখবেন এবং ভ্রমন শেষে তারা নেয়াখালী সীমান্ত দিয়ে পুনঃরায় নিজ দেশে ভারতে ফিরে যাবে।