শ্রীনগরে শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

0
95

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে নানা-নাতি স্পোর্টিং ক্লাব ইকুরিয়ার ২-১ গোলে চৌকিঘাট নবাবগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করে।

গত শুক্রবার বিকালে শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবটির নিজস্ব খেলার মাঠে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, বাড়ৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম তালুকদার, শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি একলাস উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, শ্রীনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ফুটবল খেলা উপভোগ করেন।