দিনাজপুর

হিলিতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ট্রাকের চাপায় রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। নিহত রবীন্দ্রনাথ সরকার পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকার মৃত পূর্ণা সরকারের ছেলে।

হিলি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৯৯৯ ফোন পেয়ে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল ও মৃত একজনকে উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, সন্ধ্যার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি একটি বেসরকারি এনজিও তে চাকুরী করতেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button