৪ লাল কার্ডের ম্যাচে অবনমন বাঁচালো জেনোয়া

0
102

সিরি আ’য় উত্তেজনা ছড়ানো ম্যাচে হেলাস ভেরোনাকে ৩-০ গোলে ভাসিয়ে অবনমন বাঁচালো জেনোয়া।

রোববার চার লাল কার্ডের ম্যাচে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক জেনোয়া।

ইতালিয়ান লিগের এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা।

প্যারাগুইয়ান স্ট্রাইকার অ্যান্তোনিয়া সানাব্রিয়া দুটি গোল করেন। অপর গোলটি করেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো।

দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি কোনও দল। তবে উত্তেজনার কমতি ছিল না। ৬১ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন জেনোয়ার ক্রিস্টিয়ান রোমেরো। পরের মিনিটেই ডাগআউটে নিয়ম ভাঙায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ভেরোনা কোচ ইভান জুরিসকে।

শেষ মুহূর্তে সংঘর্ষে জড়িয় লাল কার্ড দেখেন ভেরোনার মরোক্কান মিডফিল্ডার সোফিয়ান আমরাবাদ ও জেনোয়ার ইতালিয়ান মিডফিল্ডার ফ্রান্সেকো কাসাটা।

৩৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৭ স্থানে রইলো জেনোয়া। এতে অবনমন বাঁচালো দলটি। ৪৯ পয়েন্টে নবম স্থানে ভেরোনা। চলতি লিগে ৮৩ পয়েন্ট তুলে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।