দিনাজপুর

ঘোড়াঘাটে বিনামুল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের কৈশোরকালীন বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দেড় শতাধিক কিশোর-কিশোরীদের মাঝে বিনামুল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হয়।

বুধবার ঘোড়াঘাট পৌরসভার গোবিন্দপুর সামাজিক উন্নয়ন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের ওসমানপুর প্রসপারিটি প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন, টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদী হাসান।ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সিফাত -ই রহমত উল্লাহ সুবাহ্।

এ সময় প্রকল্পের শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. ফারুক হোসেন, জীবিকায়ন মো. আলমগীর হোসেন, দীপক রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button