লালবাগের এডিসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

0
83

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আইনজীবীদের পদযাত্রার সময় সংঘর্ষের ঘটনায় ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। অভিযোগে অজ্ঞাত আরও পুলিশ সদস্যরাও আছেন।

ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে এ মামলার আবেদন করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান, এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহাবুব আলম, আব্দুর রশীদ ও রমজান মোল্লা।

জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক এলে পুলিশ বাধা দেয়। পুলিশ পথরোধ করলে আইনজীবীরা রাস্তায় বসে পড়ে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির এবং এস এম হুমায়ূন কবির। অপরদিকে আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বশির এবং কনস্টেবল হারুন।