কুষ্টিয়া

অসাম্প্রদায়িক দেশ গড়তে নৌকায় পুনরায় ভোট দিতে হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: যুগ-পুরুষোত্তম’ পরমপ্রেমময় প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহা-মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

লীলাভুমি কুষ্টিয়া থানাপাড়া সৎসঙ্গ মন্দিরে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের গতকাল দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

এতে সভাপতিত্ব করেন উক্ত মন্দির কমিটির সভাপতি শ্রী বিমল চন্দ্র সেন (সহঃ প্রতি ঋত্বিক), পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ঘোষ (সহঃ প্রতি ঋত্বিক)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান সর্দার পাভেল।

সম্মানিত আলোচক ছিলেন, পাবনা হিমাইতপুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম এর সাধারণ সম্পাদক শ্রীরঞ্জন কুমার সাহা (সঃ প্রঃ ঋঃ) ও নির্বাহী পরিষদ সদস্য শ্রীসৌমিত্র মজুমদার পলাশ (সঃ প্রঃ ঋঃ), ভারত কোলকাতা শ্রীশ্রীঠাকুরের জীবনি লেখক ব্রজগোপাল দত্ত রায়ের পৌত্র শ্রীশ্রীতিগোপাল দত্ত রায় (সঃ প্রঃ ঋঃ)। এছাড়াও স্থানীয় আলোচকবৃন্দ আলোচনা করেন।

এসময় প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ধর্ম যার যার’ উৎসব সবার। এসব করি আমরা বাঙালি হিসেবে, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে হিন্দু-মুসলমান,বৌদ্ধ-খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, সবারই নিজ নিজ ধর্মের অধিকার সমুন্নত আছে। পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার এই দেশ, সম্প্রিতির বাংলাদেশ। এই সম্প্রিতি বজায় রাখতে হলে শেখ হাসিনা সরকারকে বারবার দরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button