শ্রীনগরে চাইনিজ কুড়ালের কোপে যুবক নিহত, খুনি পলাতক

0
153
খুনি রহমান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে চাইনিজ কুড়ালের কোপে মো. রাসেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুদ্রপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের রশিদ খানের ছেলে। খুনি একই এলাকার শেখ রহমান (৩২) রাসেলের আপন সমন্ধী। বোনের স্বামীকে হত্যার পর থেকেই রহমান পলাতক রয়েছে। সে মরহুম তফি শেখের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় বোন জামাই রাসেলকে তার সমন্ধী শেখ রহমান চানিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। কুড়ালটি রাসেলের মাথায় আটকে গেলে রহমান পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষনা করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে রাসেলকে খুন করা হয়ে থাকতে পারে। মাদকসেবী শেখ রহমান কিছুদিন আগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আছে। অপর একটি সূত্র জানায়, ২০১৮ সালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত আড়িয়ল বিল এলাকার শীর্ষ সন্ত্রাসী নিহত তাজেল বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত শেখ রহমান। সেহরাব ও তাজেল নামে দুই সন্ত্রাসী নিহত হওয়ার পর থেকে শেখ রহমান বিদেশে চলে যায়। শেখ রহমান কয়েক বছর বিদেশে থেকে দেশে ফিরে এসে মাদকসেবার পাশাপাশি মাদক কেনাবেচা শুরু করে।

বাঘড়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মো. আক্কাস জানান, রহমান দুই মাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে আসে। ঠিক কি কারণে রহমান তার বোন জামাই রাসেলকে কুপিয়ে হত্যা করলো এখনই ঠিক বলতে পারছিনা। পুলিশ ঘটনার তদন্ত করছেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শেখ রহমানকে ধরার চেষ্টা চলছে।