শ্রীনগরে মোটরসাইকেল চালকের মুত্যু

0
169

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় বাইকের এক আরোহী আহত হন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইক চালকের নাম নিরব হোসেন (২৩)। আহত ব্যক্তির নাম মো. রুবায়েত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মোটরসাইকেল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর ওভারব্রিজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালক মারা যায়। এ সময় আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।