রাজশাহী

বাগমারায় মহিলা লীগ সম্পাদিকার মা-এর মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের মা সাহিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাহিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি হঠাৎ করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃত্যুকালে ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাহিদা বেগমের বাড়ি ভবানীগঞ্জ পৌরসভার দর্গা মাড়িয়া মহল্লায়।

মরহুমা সাহিদা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button