জমে উঠেছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন এগিয়ে সান্টুর ঘোড়া

0
103

বাগমারা প্রতিনিধিঃ আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জন সমর্থনে এগিয়ে আছে ঘোড়া প্রতিকের প্রার্থী জননেতা জাকিরুল ইসলাম সান্টু। এমনটাই বলছে বাগমারা সাধারণ ভোটারগন।

উপজেলার তাহেরপুর পৌরসভা,ভবানীগঞ্জ পৌরসভা সহ গোয়ালকান্দি,হামিরকুৎসা,মাড়িয়া,শ্রীপুর ও পশ্চিম বাগমারার গোবিন্দপাড়া,নরদাশ,দ্বীপপুর সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায় প্রতিদ্বন্ধি প্রার্থীদের চেয়ে বর্তমানে জনসমর্থনে অনেক বেশি এগিয়ে জাকিরুল ইসলাম সান্টুর ঘোড়া মার্কা।

গোয়ালকান্দি ইউনিয়নের ভোটার মকলেছুর রহমান জানান, আমরা যতদূর শুনতে ও বুঝতে পারছি তাতে অনেক বেশি ভোটে নির্বাচিত হবে ঘোড়া মার্কা। তিনি আরও বলেন,জাকিরুল ইসলাম সান্টু বাগমারা আওয়ামী লীগের নিবেদিত প্রান।তাই বাগমারাবাসী তাঁকেই নির্বাচিত করবে।

নরদাশ ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর বলেন, এই এলাকাতে ঘোড়া মার্কা হবে বলেই মনে হচ্ছে।

এ ব্যাপারে ঘোড়া প্রতিকের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু বলেন, আমি বাগমারার আনাচে কাঁনাচে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি এবং ভোটারদের ভালো সারা পাচ্ছি।

তিনি আরও বলেন,আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করবো।

জাকিরুল ইসলাম সান্টু রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন এবং ২০১৪-২০১৯ সাল পর্যন্ত বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।বাগমারা উপজেলা আওয়ামী লীগের দির্ঘ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বড়বিহানলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার (আর্ট বাবু) বলেন,আমি জনগণ কে ভোটদানে উদ্বুদ্ধ করছি।নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে আনারস প্রতিক নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাসিমা আক্তার।জয় হলে বাগমারায় একাধিক শিল্পকারখানা গড়ে তোলার আশ্বাস দেন।

উল্লেখ আগামী ২১ মে ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন।নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করছেন ৩জন প্রার্থী।ঘোড়া মার্কা নিয়ে জাকিরুল ইসলাম সান্টু, আনারস প্রতিক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার আর্ট বাবু ও নাছিমা আক্তার লড়ছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে।