দিনাজপুর
হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ শাখার বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টা থেকে কলেজ অডিটরিয়ামে সন্মেলন শুরু হয়। সন্মেলনের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
পরে রিয়াদ হোসেনকে সভাপতি ও মুহিত হোসেনকে সাধারণ করে ছাত্রলীগের হাকিমপুর ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষনা করা হয়।