দিনাজপুর

ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে তাইজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার পূর্ব পালশা গ্রামের আলম মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন।

জানা যায়, বুধবার পরিবারের অজান্তে রাতে যেকোনো সময় বাড়ি থেকে বের হয় তাইজুল ইসলাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পালশা ইউনিয়নের ইছলা মৌজার মমতাজ আলীর ধান ক্ষেতে কাঁদা মাখানো অবস্থায় মৃত দেহ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় লাশের পাশে পানির বোতল ও গুলের কৌটা পরে ছিল। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলামের মাধ্যমে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।

মৃত ব্যক্তির ছেলে মোঃ হাসান বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। তাকে রংপুর ও জয়পুরহাট সহ বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা নিচ্ছিলেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্য না আত্মহত্যা তা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোর্ট দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button