কেএমপি’র অভিযানে ৬ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

0
109

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান:গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) মোঃ সুমন শেখ(২৩), পিতা-মৃত: বাদল শেখ, সাং-হাজী আব্দুল মালেক সড়ক, থানা-লবণচরা; ২) মোঃ মুরাদ মোল্লা(২৩), পিতা-মোঃ রবিউল মোল্লা, সাং-জিন্নাপাড়া চুমকি সড়ক, থানা-লবণচরা; ৩) মোঃ রবিউল ইসলাম(২৩), পিতা-মৃত: শাহজাহান বেপারী, সাং-ছোট বান্দা রহমানিয়া গলি, থানা-লবণচরা; ৪) রুহুল আমীন(৪২), পিতা-এসহাক ফরাজী, সাং-মোহাম্মদনগর মেম্বার সড়ক, থানা-লবণচরা; ৫) রাকিব মুল্লা(২৯), পিতা-আব্দুল আজিজ, সাং-সাচিবুনিয়া স্কুলভিটা, থানা-লবণচরা এবং ৬) তৈয়েবুর গাজী(২০), পিতা-সিদ্দিক গাজী, সাং-ভাগবা কাঠালতলা বাজার, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি-বিশ্বরোড, থানা-লবণচরা, খুলনা মহানগরীদেরকে মহানগরীর লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন-এফআইআর নং-১৬১/২০২৩ এবং ১৬২/২০২৩, তারিখ-০৪/০৯/২০২৩ , ধারা- ৯৫, কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৫ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।