নেত্রকোণায় শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

0
217
Exif_JPEG_420

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ,পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান লিটন, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সহকারী প্রকল্প পরিচালক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নেত্রকোণা মোঃ হুমায়ূন কবিরসহ অন্যরা।