শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

0
64

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড মর্ডাণ হাসপাতাল লিমিটেডের আয়োজনে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। নবজাতক ও শিশু, ফিজিক্যাল মেডিসিন, চক্ষু ও ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এসব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ হাসনা হেনা, ডাঃ অনিরুদ্ধ মন্ডল (সুজন), ডাঃ লামিয়া শারমিন, ডাঃ মীর সাদিক-উজ-জামান (সাব্বির), ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড মর্ডাণ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক মো. দেলোয়ার হোসেন, পরিচালক রবিন মিয়া ও রিয়াদ ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা ৪ শতাধিক রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগামীতেও ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।