গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২২২

0
113

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলায় বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে। তবে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়নি।

সোমবার (৪ সেপ্টম্বর) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে নতুন করে ৮ জন ডেঙ্গু জ্বর রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জন। এ বিষয়ে গাইবান্ধা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহিল মাফি জানান, গত জুলাই মাস থেকে আজ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু জ্বর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জন। এর মধ্যে ১২ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।