সুন্দরগঞ্জে পানির দামে কোরবানির পশুর চামড়া বিক্রি

0
93

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রয় হচ্ছে। এতে করে কোরবানি দাতারা ক্ষতিগ্রস্ত না হলেও চামড়া বিক্রয়ের অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার দুস্থ ও এতিমরা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানি দাতারা ফড়িয়া বা মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট তাদের কোরবানিকৃত বড় এঁড়ে গরুর চামড়া ২শ’ থেকে আড়াইশ টাকা, মাঝারি চামড়া ১শ’ থেকে দেড়শ’ টাকা ও গাভীর চামড়া ১শ’ টাকা এবং ক্ষেত্র বিশেষে এর চেয়েও কম দামে বিক্রয় করছেন। একটু ত্রুটিপূর্ণ চামড়া ৫০ টাকা থেকে ৬০ টাকায়ও বিক্রয় হচ্ছে।

এমনকি দাম কম হওয়ায় মোটর সাইকেল আরোহী এক যুবককে একটি গাভীর চামড়া রাস্তার পাশে ছুড়ে ফেলতেও দেখা গেছে।

মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে দুই একজনের সাথে কথা হলে তারা জানান, এলাকায় মুচি ছাড়া চামড়ার অন্য কোন ক্রেতা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।