ধামরাইয়ে পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশন সহ বিভিন্ন এলাকায় বন্যার পানি

0
90

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি: ধামরাই পৌর সভার বিভিন্ন এলাকায় কায়েতপাড়াস্হ পালপাড়া, আইঙ্গন,মাঝি পাড়া,গোয়াড়ী পাড়া.ছয়বাড়িয়া,চন্দ্রাইলসহ ঢাকা- আরিচা মহাসড়কের ঢুলিভিটা ও বাস ষ্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুূতের সাব-ষ্টেশনে পানি প্রবেশ করেছে।

এতে দীর্ঘ সময় ধামরাই পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিদ্যূৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।প্রায় দশ কোটি টাকা মুল্যের একটি ট্যান্সফরমার বালির বস্তা দিয়ে বাঁধ দিয়ে সন্ধ্যায় পুনরায় বিদ্যুৎ চালু করেছে শুক্রবার সন্ধ্যায়।শতাধিক ট্যান্সফরমার পানিতে ডুবেছে।

পানি আরো বৃদ্ধি পেলে,ধামরাই পল্লী বিদ্যুূতের সাব ষ্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা।এভাবে পানি বৃদ্ধি পেলে রাতের ,মধ্যেই ঢাকা আরিচা মহা সড়কের সাথে সংযোগ ঢুলিভীটা থেকে ধামরাই সদরের প্রধান রাস্তায় পানি ইঠবে বলে আশংকা পল্লী বিদ্যুূতের সাব ষ্টেশনে এজিএকম আছির ইনতেসার ইমনের ।
আজ শনিবার (১আগষ্ট) পবিত্র ঈদুল আযহার দিন সকালে ধামরাই পল্লী বিদ্যুৎ ধামরাই জোনাল অফিস সহ এতদ্ অঞ্চল সরজমিনে দেখা যায় বন্যার পানি পল্লী বিদ্যুৎ এর ভিতর গতকাল বন্যার পানি প্রবেশ করেছিল তা বর্তমানে স্হিতি অবস্হায় আছে যদি বন্যার পানি আরো বাড়ে তাহলে ধামরাইয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশন্কা রয়েছে।
ধামরাই প্রতিনিধি