রাজশাহী

পুঠিয়ায় ভেজাল গুড় জব্দ, দুই জনের অর্থ সহ কারাদণ্ড

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে ধংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার কোম্পানি কমান্ডার সিপিএসসি র‍্যাব ৫ রাজশাহীর সহযোগিতায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন নামাজ গ্রাম পশ্চিম পাড়া নামক স্থানে বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন পুঠিয়া কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ মনিরুল ইসলাম নামে দুইজনকে সুগার মলাসেস এবং মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিকের সহযোগে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায় আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। পরিশেষে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশাল পরিমাণ ভেজাল গুড় বিনষ্ট করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button