ঈশ্বরদীতে ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা অনুষ্ঠিত

0
186

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবা ধর্মী প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলার ৩শ ১৭ পর্ব গতকাল সন্ধায় ২৫ আগষ্ট’২৩ রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিল্পী এস আলমগীর, কবি সাধন কুমার কুন্ডু, কবি ওয়াজেদ আলী, কবি রমজান আলী, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান, সাপ্তাহিক সমস্বর পত্রিকার সম্পাদক ইউসুফ আলী, রজব আলী ভীন্ন বাবা, খাজা রিপন ফকির, শিল্পী মন্তাজ আলী, এস এম অন্ত, প্রার্থনা, কবি ও সাংবাদিক মুনমুন আক্তার প্রমুখ। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন কবি ও ফটো সাংবাদিক সুবল কুমার পাল। প্রায় সাড়ে ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানটি দর্শক শ্রোতা দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।