কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টায় রাজধানীর নিউলাইফ হাসপাতালের ছাত্রদল নেতা শোয়েবকে দেখতে যান আবুল হোসেন চৌধুরী। এ সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকের ব্যাপারে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আবুল হাসান চৌধুরী ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন চৌধুরী পরিবারের জন্মগ্রহণ করেন।
মির্জাকলু হাই স্কুল থেকে এসএসসি পাস করে।
ঢাকা তিতুমীর কলেজে ভর্তি হয়ে ছাত্রদের সাথে যুক্ত হন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পদে রয়েছেন।