খুলনা

কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মেহেদী হাসান চৌধুরী ওরফে শাওন(২৪), পিতা-হানিফ চৌধুরী, সাং-দক্ষিণ রাজবাঁধ, থানা-হরিণটানা এবং ২) মোঃ ইয়াছিন ঘরামী(২৫), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর লবণচরা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ (এক) টিYAMAHA FZ V.1 মোটর সাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ২১ আগষ্ট সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button