চিতলমারীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ

0
72

সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন লিটারেসি বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল সকাল ১০ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রজেক্টের চিফ অপারেশন অফিসার মোশাররফ হোসেন খান ও প্রজেক্ট ম্যানেজার সায়মন খান আবির।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর রুবেল শেখ, ট্রেইনার দেবাশীশ রায়, জিয়াউল হক প্রমুখ।