হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে ১০৬
হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ আগস্ট মঙ্গলবার দাবানলের সূত্রপাত হয়।এখনো সঠিকভাবে জানা যায়নি আগুনের প্রকৃত কারণ। একই সঙ্গে চারটি দাবানল সক্রিয় হয়ে পড়ে। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল হাজার হাজার দমকলকর্মী। তীব্র গরম আর দূরবর্তী এক ঘূণিঝড়ের বাতাসের কারণে এই দাবানল ভয়ংকর রূপ ধারণ করে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনো প্রায় ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সামালে তৈরি করা হয়েছে অস্থায়ী একটি মর্গ।
রাজ্য গভর্নর জস গ্রিন বলেছেন, লাহাইনাতে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। ইতিমধ্যে মৃতের হিসেবে এই দাবানল যুক্তরাষ্ট্রের শত বছরের রেকর্ড বেঙেছে।
মাউই পুলিশ জানায়, হিমায়িত কন্টেইনারের মাধ্যম অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে।
এ ছাড়া পুড়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। প্রতি পাঁচজনে একজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হতে হচ্ছে। কর্মকর্তারা এখন পর্যন্ত ৪১ জনের ডিএনএ সংগ্রহ করেছেন।
মাউই কাউন্টি মেয়র রিচার্ড বিসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’