কুড়িগ্রামে কৃষক শ্রমিক জনতা-লীগের যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

0
89
Exif_JPEG_420

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

সারাদেশে দলীয় কর্মসূচির আংশ হিসাবে কুড়িগ্রামেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ, শোকর‍্যালী দোওয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় জেলার স্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯ টায় একটি শোকর‍্যালী শহরের বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ করে সকাল ১০ টায় শেখ রাসেল পৌর অডিটরিয়ামে জেলা প্রশাসক আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে কুড়িগ্রাম স্টেডিয়ামের পাবলিক কর্ণারে দলের সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগ’র কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব ফয়জার রহমান রানু, উলিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হাবিবুর রহমান, রাজারহাট উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের আহ্বায়ক সাইফুর রহমান, ফুলবাড়ী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সদস্য সচিব ডাঃ মাহামুদুর রহমান প্রমুখ।