মাগুরায় শোক দিবসে গাছের চারা বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

0
623

মতিন রহমান, মাগুরা: সারাদেশে তিন কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের কর্মসূচির আহবান জানায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় দেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে।

মঙ্গলবার জাতীয় শোক দিবস (১৫ আগষ্ট) উপলক্ষে গ্রাহকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপন করে মাগুরা সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের শত্রুজিৎপুর শাখা। শত্রুজিৎপুর শাখার ২৭৫৪ জন সদস্যদের মধ্যে ৯’শ গাছের চারা বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে প্রত্যেক সদস্যদের মাঝে এই চারা বিতরণ করা হবে বলে জানায় ব্যাংকের শাখা কর্মকর্তা। চারা রোপণ ও বিতরণের সময় উপস্থিত ছিলেন শত্রুজিৎপুর শাখা ম্যানেজার মো.সিদ্দিকুর রহমান, কেন্দ্র ম্যানেজার মো.বসিরউদ্দিন সহ উক্ত শাখার অন্যান্য সহকর্মীবৃন্দ।