রাণীশংকৈলে বিপুল পরিমান নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ

0
109

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে ভ্রম্যমাণ আদালতে বিপুল পরিমান নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সাহা। জানা গেছে এ সময় থানা পুলিশ ও সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তুলারাম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সাহা জানান- ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ী কুমারপাড়া বিলে মাছ ধরার জন্য ওই এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরে আসছিল। আজ ওই বিল থেকে নিষিদ্ধ জাল গুলোকে জব্দ করা হয়।

এসময় টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়।পরে জব্দকৃত জালগুলো মৎষ্য সংরক্ষণ আইন ১৯৫০অনুযায়ী থানা পুলিশ ও ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করে ফেলা হয়।