জামালপুরে আরও ১৮জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৯০৩জন

0
93

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৩১ জুলাই ২০২০ জামালপুরে আরও ১৮ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৫জন, মাদারগঞ্জ ২ এবং দেওয়ানগঞ্জে ১জন সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৯০৩ জন। তন্মধ্যে মধ্যে জামালপুর সদর ৩৮০জন,মেলান্দহ ৯৫, মাদারগঞ্জ ৫১, ইসলামপুর ১৪৫, সরিষাবাড়ী ১১৪, দেওয়ানগঞ্জ ৪২, বকশীগঞ্জ ৭৬জন ।
সর্বশেষ সুস্থ ১৩ জন । এর মধ্যে সদর – হোম আইসোলেশনে ১২, হাসপাতাল আইসোলেশনে ১জন।
সর্বমোট সুস্থ ৭১২ জন । এর মধ্যে সদর ২৯২জন, মেলান্দহ ৮১, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১৮, সরিষাবাড়ী ৮০, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৬৫ জন।
সর্বমোট মৃত্যু ১৪ জন । এর মধ্যে
চিকিৎসাধীন ১০ জন – সদর ২, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ১জন।
মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জন।
মোট রেফার্ড ১৪ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৫১ টি।
মোট নমুনা সংগ্রহ ৮৯৬৪ টি।
কোভিড-১৯ দ্রুত শনাক্তে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১৬৫ টি।

সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১৬৫ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১২ জন এবং ছাড়পত্র ২১৬ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৭২, জন এবং ছাড়পত্র ৪৯০ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।