আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

0
199

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওরসে যোগ দিতে এসে ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর রেলব্রীজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ দুটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত একজনের নাম শুকুর মিয়া (৬০)। তিনি নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে।

অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ওরশ উপলক্ষে তিতাস নদীর উপর রেলসেতু দিয়ে তারা পারাপার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেন ব্রীজের উপর চলে এলে একজন নদীতে ঝাঁপ দেয়। অপরজন ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায়। পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ দুটি নদী থেকে উদ্ধার করে। একজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, আখাউড়া খড়মপুরে সৈয়দ আহাম্মদ গেছু দারাজের (কেল্লা শহীদ র.) মাজারে সপ্তাহব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) থেকে চলবে ১৬ আগষ্ট বুধবার পর্যন্ত।