নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সঙ্গে ব্লিঙ্কেনের ফোনালাপ

0
99

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ক্ষমতাচ্যুত নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে ফোনালাপ করেছেন। আলোচনায় তিনি দেশটিতে চলমান সঙ্কটের শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

টুইটারে ব্লিঙ্কেন লিখেছেন, ‘বর্তমান সাংবিধানিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টার কথা জানাতে নাইজারের প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে কথা বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে এবং তার পরিবারকে অবিলম্বে মুক্তির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।’ ২৬ জুলাই নাইজারের সামরিক বিদ্রোহীরা রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমের অপসারণ, জাতীয় সীমান্ত বন্ধ, কারফিউ প্রবর্তন এবং সংবিধান স্থগিত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

পরবর্তীতে ২৮শে জুলাই তারা এক ঘোষণায় জেনারেল আব্দুরহমান তচিয়ানি রাষ্ট্রপ্রধান হওয়ার কথা জানায়। অভ্যুত্থানের সময় তচিয়ানি রাষ্ট্রপতির গার্ডের নেতৃত্বে ছিলেন। তার ইউনিটগুলো রাষ্ট্রপতি বাজুমকে শারীরিকভাবে আটক করে।