নান্দাইলে ৭৮ বছর বয়সে বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ফকিরের বিবাহ সম্পন্ন

0
293

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইলে ৭৮ বছর বয়সে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নূরুল হক ফকির নামের এক বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের বাড়ি উপজেলা আচারগাঁও বীরপাড়া ৮ নং ওয়ার্ড।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের ৭ ভাইদের মধ্য ৪র্থ ভাই তিনি। বিয়ের বয়স হওয়ার পর থেকেই নূরুল হক ফকিরের ভাইয়েরা নুরুল হক ফকিরকে বিবাহ করানো জন্য চেষ্টা চালিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির বিবাহ করতে রাজি হচ্ছিলেন না। পরে কয়েক মাস পূর্বে ৭৮ বৎসর বয়সে তিনি বিবাহ করার সম্মতি জানালে তার ভাইগণ মিলে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে নান্দাইল মুক্তিযুদ্ধো কমপ্লেক্স ভবনে মোছাঃ মিনা আক্তার (৪০) নামের এক বিধবা নারীকে বিবাহ করান।

মিনা আক্তারের পূর্বেও স্বামী গত ৪ বৎসর পূর্বে ইন্তেকাল করেন। মিনার সংসারে ২ ছেলে ও ২ মেয়ে আছে।ছেলেমেয়েদের সম্মতি ক্রমে মিনা আক্তার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির বিবাহ করেন। নান্দাইল মুক্তিযুদ্ধো কমপ্লেক্স ভবনে কাজী গোলাপ মিয়ার উপস্হিতিতে বিবাহের কাজ সম্পন্ন হয় ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা সামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,মুক্তিযোদ্ধা আলী হোসেন আরও অনেকেই ।